নেপাল একটি নতুন 100 টাকার মুদ্রার নোট ছাপানোর ঘোষণা করেছে ।

Evolve2bangla
By -
0

 


নতুন ১০০ টাকার নোট ছাপালো নেপাল সরকার। ওই

নতুন ১০০ টাকার নোটে যে মানচিত্রের ছবি দেখা যাচ্ছে, সেখানে ভারতের ৩টি এলাকাকে অন্তর্ভুক্ত করেছে দেশটি।

দেখা যাচ্ছে, ৩ ভারতীয় ভূখণ্ড লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানিকে নিজেদের এলাকা বলে মানচিত্রে চিহ্নিত করেছে নেপাল সরকার। কৌশলগত লিপুলেখ পাস ভারতের উত্তরাখণ্ড রাজ্যকে চিনের তিব্বত অঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে। কালাপানি অঞ্চলটি দক্ষিণ এশিয়ার কূটনীতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি ভারত, চিন ও নেপালের মধ্যে ত্রি-সংযোগে অবস্থিত। নেপাল সরকার দীর্ঘদিন ধরে ওই ৩টি অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসাবে দাবি করে আসছে। ২০২০ সালের ১৮ জুন নেপাল সরকার যে মানচিত্র প্রকাশ করেছিল, সেখানে ওই ৩ এলাকাকে সেদেশেরই অংশ বলে দেখানো হয় ৷



Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!