ট্রেন ছুটিয়া চলে সময়ের তালে,
যাত্রী সবাই ধাঁধা নিয়মের জালে।
ষ্টেশনেতে ট্রেন থামে আগে কিছু পরে,
যাত্রীরা ছুটে এসে আগে ট্রেন ধরে।
দূর দূর পথে তারা কেউ দেয় পাড়ি,
বসার জায়গা নিয়ে করে হুড়োহুড়ি।
কেউ করে মারামারি কেউ দেয় গালি,
তাই দেখে কেউ কেউ দেয় হাততালি,
কত যে হকার ওঠে ট্রেনের কামরায়
রোজ রোজ ফেরি করে গোনা নাহি যায়
দুটাকার মালে কেউ দেয় এক টাকা
নিমেষের তরে তার, সব হয়ে যায় ফাঁকা ।
কখনও পকেটেতে হাত মারে কেউ
কষ্ট না করে কিছু আয় করে সে ও
মাঝে মাঝে চেকারের হয় আনাগোনা,
তখন আসল যাত্রী কারা হয়ে যায় চেনা,
টিকিট না থাকলে কাছে দিতে হয় ফাইন,
চেকার বাবু বলেন এটা সরকারের আইন ।
