→ এবছর ভারত পেট্রোলে ২০% ইথানল মিশ্রণ সফলভাবে অর্জন করেছে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। ২০৩০ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রার থেকে ৫ বছর আগেই এই কৃতিত্ব অর্জন করল ভারত। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, পেট্রোলে ইথানল মিশ্রণ ২০১৪ সালে মাত্র ১.৫% থেকে বেড়ে ২০২৫ সালে ২০% হয়েছে, যা ১১ বছরে প্রায় ১৩ গুণ বেড়েছে। এটি দেশের পরিষ্কার জ্বালানি ক্ষেত্রে একটি অগ্রগতি। ২০১৪ সালে ইথানল উৎপাদন ৩৮ কোটি লিটার থেকে বেড়ে, ২০২৫ সালের জুন নাগাদ ৬৬১.১ কোটি লিটারে পৌঁছেছে। এর ফলে, আমদানিকৃত অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমিয়ে ভারত প্রায় ১.৩৬ লাখ কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করেছে।
পেট্রোলে ২০% ইথানল মিশিয়ে সফলতা অর্জন করেছে ভারত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং।
অক্টোবর ০৪, ২০২৫
0
Tags:
