মাধ্যমিক পাস ছেলে ও মেয়েদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করে কর্মমুখী কাজের সুযোগ।

Evolve2bangla
By -
0




পশ্চিমবঙ্গ সরকারি ডায়মণ্ড হারবার ওমেন ইউনিভার্সিটি স্বীকৃত গুরুকুল এডুটেক কলেজে


 সার ও কীটনাশক-এর লাইসেন্সের জন্য অত্যাবশ্যকীয় এবং কর্মমুখী ১ বছরের ডিপ্লোমা ইন এগ্রিকালচার কোর্সে সীমিত আসনে ভর্তি চলছে

 সারের বা কীটনাশকের দোকান আছে? বা খুলবেন বলে ভাবছেন? (মাধ্যমিক পাশ লাইসেন্স পেতে গেলে বা, লাইসেন্স কন্টিনিউ করতে হলে সরকারি নিয়ম অনুসারে আজ বাধ্যতামূলক হয়ে গেছে, ১ বছরের ডিপ্লোমা ইন এগ্রিকালচার কোর্স করা কোনো সরকারি মেয়াদের জন্য ইউনিভার্সিটির সার্টিফিকেট-সহ। অনেকেই আবার ভাবছেন কী কোর্স করলে চাকরি পাবো ? পশ্চিমবঙ্গের বাইরে যেতে হবে কী কোর্সে ভর্তি হতে? সব সমস্যার সমাধান নিয়ে এই বছরে সীমিত আসনে ১ বছরের ডিপ্লোমা ইন এগ্রিকালচার কোর্সে পশ্চিমবঙ্গ সরকারি ডায়মণ্ড হারবার ওমেন ইউনিভার্সিটি স্বীকৃত গুরুকুল এডুটেক কলেজে ভর্তি শুরু হয়ে গেছে। কলেজে রয়েছে ১৫ বছরের বিশ্বস্ততা, বাংলার প্রতিটি জেলার হাজার হাজার সফল ছাত্রছাত্রীদের বিশ্বাস, শ্রেষ্ঠ অধ্যাপকদের কাছে শিক্ষালাভের সুযোগ, নিজস্ব ফার্ম ইন্ডাস্ট্রিতে লাইভ ট্রেনিং, অত্যাধুনিক ল্যাব এবং ফ্রী স্পোকেন ইংলিশ ও সফট স্কিল ক্লাস এবং লাইসেন্স পাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা-সহ সর্বোচ্চ স্বীকৃত সরকারি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট এবং শিক্ষান্তে চাকরির সুযোগ। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন নিচের ঠিকানাতে : গুরুকুল এডুটেক কলেজ, লাঙ্গলবেড়িয়া, গোবিন্দপুর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কাছে, কলকাতা। 



APPLY NOW - www.gurukulinstitute.org.in




Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!