নৌবাহিনীতে ১৪ অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে।

Evolve2bangla
By -
0

 



ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনে 'এক্সিকিউটিভ (ইনফর্মেশন টেকনোলজি) - তে কাজের জন্য 'অফিসার' পদে ১৮ জন অবিবাহিত ছেলে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য:

কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফর্মেশন টেকনোলজি, সফটওয়্যার সিস্টেম, সাইবার সিকিউরিটি, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড নেটওয়ার্কিং, কম্পিউটার সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং, ডাটা অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর এম.এসসি. / বি.ই. /বি.টেক. / এম. টেক. কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য । বি.সি.এ. বা, কম্পিউটার সায়েন্স বা, ইনফর্মেশন টেকনোলজির বি.এসসি. কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে এম.সি.এ. কোর্স পাশ হলেও যোগ্য। 



এই পদে এপ্লাই এর জন্য বয়স সীমা?


জন্ম-তারিখ হতে হবে ২১-২০০০ থেকে ১-৭-২০০৫ এর মধ্যে। শূন্যপদ : ১৮টি। 


শারীরিক মাপজোখ এর প্রয়োজনীয়তা কী?


শরীরের মাপজোখ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত ১৫৭ সেমি। দৃষ্টিশক্তি দরকার চশমা ছাড়া প্রতি চোখে ৬/৬০, যা চশমা পড়ে ৬/৬, ৬/১২ পর্যন্ত সংশোধনযোগ্য। 



কোন পদ্ধতিতে চাকরিতে প্রবেশ করানো হবে?


শুরুতে ২ বছরের প্রবেশন। ট্রেনিং শুরু আগামী বছর জানুয়ারিতে,ইঞ্চিমালার ন্যাভাল অ্যাকাডেমিতে। সফল হলে সাব-লেফটেন্যান্ট পদে চাকরি।  ১০ বছরের চাকরি, যা ১৪ বছর পর্যন্ত বাড়তে পারে। প্রার্থী বাছাই করবে সার্ভিসেস সিলেকশন বোর্ড। দরখাস্ত দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের 'কল লেটার’ পাঠানো হবে। 



কোন জায়গায় পরীক্ষা হবে: পরীক্ষা হবে বেঙ্গালঊরু, ভোপাল, কোয়েম্বাটোর বা, বিশাখাপত্তনমে। 



কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে? 


৫ দিনের এই পরীক্ষার প্রথম দিনে থাকবে ইন্টেলিজেন্স টেস্ট, পিকচার পারসেপশন ও গ্রুপ ডিসকাশন। প্রথম দিনের পরীক্ষায় সফল না হতে পারলে দ্বিতীয় শ্রেণির ট্রেন ভাড়া দিয়ে ফেরৎ পাঠানো হবে। 


দরখাস্ত করার সময় সীমা?


দরখাস্ত করবেন অনলাইনে, ১৬ আগস্টের মধ্যে।



কোন পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করবে?


এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে Officer Entry-তে ক্লিক করে Apply Online-এ ক্লিক করলেই মূল ফর্ম পাবেন। তখন যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর অ্যাপ্লিকেশন নম্বর প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণ পত্রের মূল ও প্রিন্ট কপি নিয়ে যেতে হবে।



APPLY NOW ওয়েবসাইটে : www.joinindiannavy.gov.in





Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!