সিল্ক বোর্ডে ৭৪ সায়েন্টিস্ট পদে নিয়োগ করা হবে, কোন কোন বিভাগে এপ্লাই করতে পারবে এখনই দেখে নিন।

Evolve2bangla
By -
0

 


কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল সিল্ক বোর্ড ‘সায়েন্টিস্ট - B' পদে ৭৪ জন লোক নিচ্ছে। জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস, সেরিকালচার, এন্টোমোলজি, প্ল্যান্ট প্যাথলজি, প্ল্যান্ট ফিজিওলজি, মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, অ্যানিম্যাল নিউট্রিশন, ফরেস্ট্রি, অ্যাগ্রিকালচার ফিজিক্স, এনভায়রণমেন্ট সায়েন্স, অ্যাগ্রোনমি, সয়েল সায়েন্স, অ্যাগ্রিকালচার ইকনমিক্স, অ্যাগ্রি বিজনেস ম্যানেজমেন্ট, অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন, অ্যাগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স, ফার্ম মেশিনারি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং-এর মাস্টার ডিগ্রি কোর্স পাশরা আবেদন করতে পারেন। 


কত বছর বয়স পর্যন্ত এপ্লাই করতে পারবে? 


বয়স হতে হবে ৫-৯-২০ ২৪'র হিসাবে ৩৫ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.'রা ৩ বছর বয়সে ছাড় পাবেন।


কোন কোন পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে? 


 মূল মাইনে : ৫৬১০০- ১,৭৭,৫০০ টাকা।শূন্যপদ : জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং-৩টি , প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস-৩টি।, সেরিকালচার-৪৩টি , এন্টোমোলজি-১৭টি, প্ল্যান্ট প্যাথোলজি, প্ল্যান্ট ফিজিওলজি-২টি, মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি-৪টি, অ্যানিম্যাল নিউট্রিশন- ৩টি, ফরেস্ট্রি-৫টি, অ্যাগ্রিকালচারাল ফিজিক্স-২টি , এনভায়রণমেন্টাল সায়েন্স-১টি , অ্যাগ্রোনমি-৮টি, সয়েল সায়েন্স-৪টি , অ্যাগ্রিকালচার ইকনমিক্স-৪টি , অ্যাগ্রি বিজনেস ম্যানেজমেন্ট-১টি , অ্যাগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স-৭টি, ফার্ম মেশিনারি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং-৩টি ।



 এই পদের বিজ্ঞপ্তি নং : CSB/01/2024. প্রার্থী বাছাই হবে 'ICAR-AICE -JRF / SRF (Ph.D)-2024'এর মাধ্যমে। 


দরখাস্ত করার সময়সীমা ?


দরখাস্ত করবেন অনলাইনে ৫ সেপ্টেম্বরের মধ্যে, এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। তখন পরীক্ষা ফী বাবদ ১,০০০ (তপশিলী, প্রতিবন্ধী, মহিলা হলে ফী লাগবে না) টাকা অনলাইনে জমা দেবেন।


এই ওয়েবসাইটে : APPLY NOW




Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!