ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের শাখা অফিসে কাজের জন্য 'লোকাল ব্যাংক অফিসার' পদে ১৫০০ জন ছেলেমেয়ে নিচ্ছে। যে রাজ্যের শূন্য পদের জন্য আবেদন করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে।
শিক্ষকতা যোগ্যতা কি?
যেকোনো শাখায় গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই বয়স হতে হবে ১/১০/২৪ এর হিসাবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, তপশিডি ৫ বছর, প্রতিবন্ধী ১০ বছর ছাড় পাবে। পুনর্ব বিবাহ না করে থাকলে ৯ বছরের ছাড় পাবেন। শুরুতে ছয় মাস প্রবেশনে থাকতে হবে। মন মাইনে : কমপক্ষে ২০,০০০ টাকার উপরে।
কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং কত নাম্বার থাকবে?
প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের ২০০ নম্বরের ১৫৫টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : (১) রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড-৬০ নম্বরের ৪৫টি প্রশ্ন, (২) জেনারেল / ইকনমি / ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস - ৪০ নম্বরের ৪০টি প্রশ্ন, (৩) ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন - ৬০ নম্বরর ৩৫টি প্রশ্ন, (৪) ইংলিশ ল্যাঙ্গোয়েজ ৪০ নম্বরের ৩৫টি প্রশ্ন। সময় থাকবে ১৮০ মিনিট।
অবজেক্টিভ টাইপের পার্টে নেগেটিভ মার্কিং আছে। ৪টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে।
এছাড়াও ডেসক্রিপ্টিভ টাইপের পার্টে ২৫ নম্বরের ২টি প্রশ্ন থাকবে ইংলিশ ল্যাঙ্গোয়েজ বিষয়ে। এই পার্টে চিঠি ও প্রবন্ধ লেখা থাকবে। সফল হলে মোট শূন্যপদের ৩ গুণ প্রার্থীকে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ে থাকবে ১০০ নম্বর।
কিভাবে এপ্লাই করতে হবে?
দরখাস্ত করবেন অনলাইনে, ১৩ নভেম্বর পর্যন্ত।এই ওয়েব সাইটে : www.unionbankofindia.co.in অনলাই নে দরখাস্ত করার সময় বৈধ ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও ফটো, সিগনেচার, লেফট থাম্ব স্কেন করে নিতে হবে।