→ সুন্দরবনে দেড় হাজার বছরের প্রাচীন সভ্যতার নিদর্শন মিলল। মাটির ৭ ফুট নিচে কুষাণ যুগের মূর্তি, গুপ্ত যুগের ব্যবহৃত মাটির জিনিসপত্র,গণ্ডারের দাঁতের ফসিল,মানুষের হাড়,হাতির বুকের হাড়-সহ দুষ্প্রাপ্য নানা প্রত্নতাত্ত্বিক জিনিসের খোঁজ মিলেছে।গবেষকদের দাবি, এই অভিযান সুন্দরবনের ইতিহাসের নতুন অধ্যায় সামনে এনে দিল।
→ সুন্দরবনের কোর এরিয়ায় প্রায় ২০টি প্রত্নতাত্ত্বিক অঞ্চল রয়েছে।
→ রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্ট্রি বিপ্লব রায়ের নেতৃত্বে একদল অভিযাত্রী এই প্রত্নতত্ত্বের হদিশ পান। তাঁরা ১ফেব্রুয়ারি ঝড়খালি থেকে লঞ্চে যাত্রা শুরু করেন। আত্মরক্ষার জন্য তাঁদের হারের দাতের সিল সঙ্গে ছিল বন্দুক ও ছুরি। অভিযান শেষ হয় ৩ ফেব্রুয়ারি। এই অভিযানে অন্যান্য প্রাণীরও হাড়ের অংশ,মানুষের ব্যবহৃত মাটির নানা জিনিসপত্র মিলেছে।এগুলি গুপ্তযুগের বলেই অনুমান। এছাড়াও কুষাণ যুগের মূর্তির ভাঙা অংশ ও ধুলিভাসানি অঞ্চলে মন্দিরের ভাঙা অংশের হদিশ মিলেছে। একটি খাল ভেঙে ৭-৮ ফুট মাটির নীচে কাঠ দিয়ে বাঁধানো ইটপাতা একটি রাস্তা বেরিয়েছে। রাস্তার ইটগুলির মাপ ১০ ইঞ্চি বাই ১১ ইঞ্চি।কার্বন ডেটিং করে নমুনাগুলির বয়স নির্ণয় করার পর সুন্দরবনের ইতিহাসের নয়া অধ্যায় সামনে আসবে।