১। পরমবীর চক্র
সেনাবাহিনীতে এটিই সর্বোচ্চ সম্মান ও পুরস্কার। স্থল যুদ্ধে, জল যুদ্ধে বা আকাশে বিমান যুদ্ধে শত্রুর বিরুদ্ধে অসাধারণ শৌর্য, বীর্য, সাহস প্রদর্শন বা আত্মবলিদানের জন্য এই পুরস্কার দেওয়া হয় ।
২। মহাবীর চক্র
এটি সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ও পুরস্কার। স্থল, জল বা আকাশ যুদ্ধে শত্রুর বিরুদ্ধে অসাধারণ সাহস বীরত্ব বা আত্মবলিদানের জন্য দেওয়া হয় ।
৩। বীরচক্র
এটি সেনাবাহিনীর তৃতীয় সর্বোচ্চ সম্মান ও পুরস্কার। স্থল, জল বা আকাশ যুদ্ধে উল্লেখযোগ্য সাহস, বীরত্ব বা আত্মবলিদানের জন্য দেওয়া হয়।
১৯৮৮ থেকে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীতে আরো দু'টি বীরত্বের স্বীকৃতি সূচক পুরস্কার প্রবর্তন করেছেন— (১) উত্তম যুদ্ধ সেবা পদক, (২) যুদ্ধ সেবা পদক। এদের মর্যাদা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্তরের।
৪। অশোক চক্র
জলে, স্থলে বা আকাশে অসাধারণ বীর্য, শৌর্য, বীরত্ব আত্মত্যাগের সাহসের (অবশ্যই যুদ্ধকালীন ব্যতীত) স্বীকৃতি হিসেবে এই পদক দেওয়া হয়। যোগ্যতা ও মান অনুসারে এই পুরস্কার তিনটি স্তরে ভাগ করা হয়েছে—
১। অশোক চক্র । ২। কীর্তি চক্র। ৩। শৌর্য চক্র।