• সূর্যালোক থেকে সৌর প্যানেলের ২দিকেই (বাইফেসিয়াল) বিদ্যুৎ উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গে বিশেষ প্রকল্প হাতে নিল টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি। ২৯ জানুয়ারি সংস্থা জানায়, চেঙ্গমারি চা বাগানকে সঙ্গে নিয়ে ১০৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ওই প্রকল্প এরমধ্যেই চালু হয়ে গেছে।
• মাটিতে গড়ে তোলা এমন প্রকল্প পূর্বাঞ্চলে এই প্রথম তৈরি হচ্ছে। এই প্রকল্পে ২৯,৪২০ লাখ টন কার্বন নিঃসরণ কমবে ও বার্ষিক ১৫ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে।
• উল্লেখ্য, সাধারণভাবে সৌরকোষ বা তা থেকে তৈরি প্যানেলের এক দিক সূর্যালোক থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে। বিশেষ ধরনের কোষ বা তা থেকে তৈরি প্যানেলে উভয় দিকেই বিদ্যুৎ তৈরি করা যায়।