অ্যাগ্রিকালচার, হর্টিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্স, ডেয়ারি সায়েন্স, ফিশারি সায়েন্স, পিসিকালচার, অ্যাগ্রি মার্কেটিং অ্যান্ড কো- অপারেশন, কো-অপারেশন অ্যান্ড ব্যাঙ্কিং, অ্যাগ্রো ফরেস্ট্রি, ফরেস্ট্রি, অ্যাগ্রিকালচারাল বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি, ফুড সায়েন্স, অ্যাগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট, ফুড টেকনোলজি, ডেয়ারি টেকনোলজি, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, সেরিকালচার, ফিশারি ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা যোগ্য। সেলস, মার্কেটিং, অ্যাগ্রি বিজনেস, রুরাল ম্যানেজমেন্ট, ফিনান্স -এর পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা, ডিপ্লোমা কোর্স পাশ হলে ভালো হয়। বয়স হতে হবে ১-৮-২০২৫ এর হিসাবে ২৪ থেকে ৩৬ বছরের মধ্যে। তপশিলী, ও.বি.সি.'রা যথারীতি বয়সে ছাড় পাবেন। শুরুতে ২ বছরের প্রবেশন। শূন্যপদ : ১৪২টি । মূল মাইনে : ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা।
প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে পূর্ব ভারতে একমাত্র কলকাতায়। ২২৫ নম্বরের ১৫০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : রিজনিং - ২৫ নম্বরের ২৫টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গোয়েজ - ২৫ নম্বরের ২৫টি প্রশ্ন, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড - ২৫ নম্বরের ২৫টি প্রশ্ন, পেশাগত নলেজ - ১৫০ নম্বরের ৭৫টি প্রশ্ন। সময় থাকবে ১৫০ মিনিট। নেগেটিভ মার্কিং আছে। লিখিত পরীক্ষায় সফল হলে গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ ও সাইকোমেট্রিক টেস্ট হবে।
দরখাস্ত করবেন অনলাইনে, ২৬ আগস্টের মধ্যে। এই ওয়েবসাইটে : www.bankofbaroda.co.in অনলাইনে দরখাস্ত করার সময়ে বৈধ ই-মেল আইডি থাকতে হবে।
