পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও ওইসব বিশ্ববিদ্যালয়ের অধীন বেসরকারি কলেজ গুলোর 'অ্যাসিস্ট্যান্ট প্রফেসর' পদে চাকরির জন্য ‘২৭তম সেট (স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট) বা, SET' পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে।এবার ‘সেট' পরীক্ষা নেওয়া হবে এই ৩৩টি বিষয়ের ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর' পদের জন্য (ব্রাকেটে কোড নং দেওয়া হল) : ইংরিজি (০১), বাংলা (০২), সংস্কৃত (০৩), হিন্দি (০৪), উর্দু (০৫), কমার্স (০৬), অর্থনীতি (০৭), ইতিহাস (০৮), দর্শন (০৯), রাষ্ট্রবিজ্ঞান (১০), এডুকেশন (১১), কেমিক্যাল সায়েন্সেস (১২), ভূগোল (১৩), লাইফ সায়েন্স (১৪), ম্যাথমেটিক্যাল সায়েন্সেস (১৫), ফিজিক্যাল সায়েন্সেস (১৬), সোশিওলজি (১৭), সাইকোলজি (১৮), লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স (১৯), ফিজিক্যাল এডুকেশন (২০), ইলেক্ট্রনিক সায়েন্স (২১), কম্পিউটার সায়েন্স (২২), হোম সায়েন্স (২৩), সান্তাড় (২৪), জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন (২৫), অ্যানথ্রোপলজি (২৬), আর্থ সায়েন্স (২৭), মিউজিক (২৮), আইন (২৯), নেপালি (৩০), ম্যানেজমেন্ট (৩১), আরবি (৩২), এনভায়রনমেন্টাল সায়েন্স (৩৩)।
কোন যোগ্যতায় পরীক্ষায় বসতে পারেন?
ওপরের ওইসব বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণির ৩ বছরের ডিগ্রি কোর্স পাশের পর ওইসব বিষয়ের পোস্ট-গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত ৫৫% (তপশিলী, ও.বি.সি., ট্রান্সজেন্ডার, শারীরিক প্রতিবন্ধী আর দৃষ্টিহীন প্রতিবন্ধী প্রার্থী হলে ৫০%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। এবছর যাঁরা ওইসব বিষয়ের পোস্ট-গ্র্যাজুয়েট কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন বা, দিয়েছেন, তারা 'সেট' পরীক্ষা হওয়ার দিন থেকে ২ বছরের মধ্যে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাশের মার্কশীট দেখাতে পারলে ও ওই শতকরা হারে নম্বর পাওয়ার বিষয়ে নিশ্চিত হলেও আবেদনের যোগ্য। ১৯-৯-১৯৯১ 'র মধ্যে যাঁরা মাস্টার ডিগ্রি করে পিএইচ.ডি. ডিগ্রি করেছেন, তাঁরা এই পরীক্ষা দেওয়ার জন্য শতকরা হারে ৫% নম্বর ছাড় পাবেন। ‘ম্যাথমেটিক্যাল সায়েন্স’বিষয়ের বেলায় ‘পিওর ম্যাথমেটিক্স’, ‘অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স’বা, স্ট্যাটিস্টিক্স' বিষয়ের পোস্ট-গ্র্যাজুয়েট কোর্স পাশ হলেও যোগ্য ‘লাইফ সায়েন্স’ বিষয়ের বেলায় বায়োলজিক্যাল সায়েন্স, বটানি, জুলজি, মাইক্রোবায়োলজি, মলিকিউলার বায়োলজি, অ্যানিম্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, বায়ো-কেমিস্ট্রি, বায়োটেকনোলজি বা, ফিজিওলজি বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পাশ হলেও যোগ্য। ‘লাইব্রেরি সায়েন্স’ বিষয়ের বেলায় এম.লিব. বা, এম.লিস পাশ হলেও যোগ্য।‘ফিজিক্যাল এডুকেশন’ বিষয়ের বেলায় ফিজিক্যাল এডুকেশনের মাস্টার ডিগ্রি (এম.পি.এড.) কোর্স পাশ হতে হবে।ওপরের সব ক্ষেত্রে শতকরা হার নির্ণয়ের বেলায় কোনো গ্রেস নম্বর বা, রাউন্ডিং অফ নম্বর ধরা হবে না। 'সেট' পরীক্ষা দেওয়ার জন্য ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই।
এই পদের বিজ্ঞপ্তি নং : 27/SET. প্রার্থী বাছাই করবে ‘পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন'। ২০২৫ সালের স্টেট এলিজিবিলিটি টেস্টবা, ‘সেট' পরীক্ষার মাধ্যমে। একদিনের লিখিত পরীক্ষা হবে ১৪ ডিসেম্বর।
কীভাবে ও কোন বিষয়ের উপর পরীক্ষা হবে?
মোট ২টি পেপারের পরীক্ষা হবে। প্রথম পেপারের পরীক্ষা হবে সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় পেপারের পরীক্ষা হবে ১২টা থেকে ২ টো পৰ্যন্ত। টো পর্যন্ত। প্রথম পেপারে থাকবে ১০০ নম্বর ও সময় ১ ঘন্টা। দ্বিতীয় পেপারে সময় ২ ঘন্টা থাকবে ২০০ নম্বর ।প্রথম পেপারে ৫০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে টিচিং, রিসার্চ অ্যাপ্টিটিউড, রিজনিং এবিলিটি, কমপ্রিহেনশন, ডাইভারজেন্ট থিঙ্কিং ও জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে। প্রতিটি প্রশ্নে থাকবে ২ নম্বর।দ্বিতীয় পেপারে ১০০টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়ের ওপর। প্রতিটি প্রশ্নে থাকবে ২ নম্বর।দুই পেপারের ক্ষেত্রেই উত্তর দিতে হবে ও.এম.আর. শীটে। নেগেটিভ মার্কিং নেই।
আরো বিস্তারিত সিলেবাস পাবেন এই ওয়েবসাইটে : www.wbcsc.ac.in পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষা হওয়ার দু' সপ্তাহ আগে ডাউনলোড করতে পারবেন।দরখাস্ত করবেন অনলাইনে, ৩১ আগস্ট পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.wbcsconline.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এবার পরীক্ষা ফী বাবদ ১,৪০০ (ও.বি.সি. ই.ডব্লু.এস. হলে ৭০০, তপশিলী, প্রতিবন্ধী, ট্রান্সজেন্ডার হলে ৩৫০) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা, ই-চালানে জমা দেবেন। ফর্ম এডিট করতে পারবেন ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে।
