বি.এসসি. (নার্সিং), পোস্ট বেসিক বি.এসসি (নার্সিং) পাশ তরুণীরা আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে ও ভারতীয় নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা বা, নেপালী ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে। বয়স হতে হবে ১-১-২০২৫' র হিসাবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে। বেসিক পে : ৩৯,৫০০ টাকা। শূন্যপদ : ২,৫৮২ টি। এর মধ্যে বেসিক বি.এসসি. নার্সিং পাশ মেয়েদের জন্য ২,৩০৩টি । পোস্ট বেসিক বি.এসসি. নার্সিং পাশ মেয়েদের জন্য ২৫২টি। দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের টেস্ট বা, ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
প্রার্থী বাছাইয়ের পরীক্ষায় থাকবে ১০০ নম্বর। এর মধ্যে শিক্ষাগত যোগ্যতায় থাকবে ৭৫ নম্বর, অভিজ্ঞতার জন্য ১০ নম্বর আর ইন্টারভিউয়ের জন্য থাকবে ১৫ নম্বর। শিক্ষাগত যোগ্যতায় ৭৫ নম্বর দেওয়া হবে এইভাবে : উচ্চমাধ্যমিক যোগ্যতার জন্য ২৫ নম্বর, বেসিক বি.এসসি. নার্সিং যোগ্যতার জন্য থাকবে ৪০ নম্বর কিংবা পোস্ট বেসিক বি.এসসি. নার্সিং যোগ্যতার জন্য ৪০ নম্বর, এম.এসসি. নার্সিংয়ের জন্য ৫ নম্বর, ক্লিনিক্যাল স্পেশালিটির ডিপ্লোমা কোর্সের জন্য ৫ নম্বর, অভিজ্ঞতার জন্য ১০ নম্বর (অভিজ্ঞতার বছর অনুযায়ী)। ইন্টারভিউয়ের জন্য ১৫ নম্বর।
এই পদের বিজ্ঞপ্তি নং: R/Staff Nurses,Gr-II / Basic & Post Basic B.Sc. Nursing /8/ 2025, Dated : 07-08-2025.দরখাস্ত করবেন অনলাইনে, ১৩ আগস্ট থেকে৩ সেপ্টেম্বরে মধ্যে। এই ওয়েবসাইটে : www.wbhrb.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। তখন পরীক্ষা ফী বাবদ ২১০ টাকা অনলাইনে জমা দেবেন এই শিরোনামে : GRPS (Govt. Receipt Portal System)' তপশিলী ও প্রতিবন্ধীদের ফী লাগবে না।
