ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটেরিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (আই.আর.সি.টি.সি.) ‘কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (সি.ও.পি.এ.)' ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসাবে ৪৫ জন লোক নিচ্ছে। মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা আই.টি.আই. থেকে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। বয়স হতে হবে ১-১০-২০২৫'এর হিসাবে ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.’রা ৩ বছর বয়সে ছাড় পাবেন। ১ বছরের ট্রেনিং। স্টাইপেন্ড ৯,৬০০ টাকা। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং : 2025 / IRCTC/EZ/HRD/Apprentices, Date: 13.10.2025.
প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে। আগ্রহী প্রার্থীদের প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে, ২৮ অক্টোবরের মধ্যে। এই ওয়েবসাইটে: www.apprenticeshipindia.gov.in নাম রেজিস্ট্রেশন করার সময় বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত কপি স্ক্যান করে নেবেন। আরো বিস্তারিত তথ্য ওই ওয়েবসাইটে পাবেন।
