মেশিনটুলপ্রোটোটাইপফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস'হিসাবে ৯০ জন লোক নিচ্ছে।

Evolve2bangla
By -
0



মেশিন টুল প্রোটোটাইপ ফ্যাক্টরি 'আই.টি.আই.অ্যাপ্রেন্টিস' ও 'নন-আই.টি.আই. অ্যাপ্রেন্টিস'হিসাবে ৯০ জন লোক নিচ্ছে।

কারা কোন ক্ষেত্রে যোগ্য ?


আই.টি.আই. অ্যাপ্রেন্টিস : এন.সি.ভি.টি.'রঅনুমোদিতআই.টি.আই.থেকেফিটার,টার্নার,মেশিনিস্ট,ইলেক্ট্রিশিয়ান,ওয়েল্ডারট্রেডেরসার্টিফিকেটকোর্সপাশহলেআবেদনকরতে পারেন। বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। ১ বছরের ট্রেনিং। স্টাইপেন্ড ৮,০৫০ টাকা। 

নন-আই.টি.আই. অ্যাপ্রেন্টিস : মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে অন্তত ৪০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। ১ বছরের ট্রেনিং। স্টাইপেন্ড প্রথম ৩ মাস ৩,০০০ টাকা করে, পরের ৯ মাস ৬,০০০ টাকা করে আর পরের বছর মাসে ৬,৬০০ টাকা করে। 


এই পদের বিজ্ঞপ্তি নং : CVRDE/ADMIN/2024.





প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে। এজন্য শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরদেখাহবে দরখাস্তকরবেন নির্দিষ্টফর্মে।দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে:www.avnl.co.in তখন সঙ্গে দেবেনযাবতীয়প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। দরখাস্ত পৌঁছনো চাই ২৬ জুলাইয়ের মধ্যে।

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!