এবছরই বাজারে আসতে চলেছে LG COMPANY OLED TV ।

Evolve2bangla
By -
0


→ বিশ্বের প্রথম তারবিহীন স্বচ্ছ ওলেড টিভি চালু করল কোরিয়ার কোম্পানি ‘এলজি’। ‘কনজিউমার ইলেক্ট্রনিক্স শো 2024’এ এই নতুন টিভিকে সামনে আনা হয়েছে। এই নতুন মডেলে ৪কে রেজোলিউশনের পাশাপাশি অডিও ও ভিডিও চালানোর জন্য এলজি'র ‘ওয়্যারলেস ট্রান্সমিশন' প্রযুক্তিও যোগ করা হয়েছে। এতে একটি ‘কনট্রাস্ট স্ক্রিন' আছে, যেখানে একটি বাটনে চাপ দিয়ে সহজেই এর কনট্রাস্টের মাত্রা ওঠা- নামা করানো যাবে। টিভিটিতে ব্যবহার করা হয়েছে এলজি'র নতুন আলফা ১১ এআই প্রসেসর, যা এর আগের সংস্করণে থাকা 'জেন' চিপের থেকেও চারগুণ কার্যকর। এছাড়া, এই মডেলটিতে কোম্পানির ‘জিরো কানেক্ট বক্স' সুবিধাও কাজ করে। গ্রাহকরা টিভি দেখা ছাড়াও তাদের সব স্ট্রিমিং ডিভাইস ও গেম কনসোল এই 'জিরো কানেক্ট বক্স' এর সঙ্গে যুক্ত করতে পারবেন। এতে আছে ‘ডাউন-ফায়ারিং' প্রযুক্তির স্পিকার, যার মাধ্যমে টিভি দেখার সময় উন্নতমানের অডিও পাওয়া যায়। পাশাপাশি, টিভির পিছনের অংশে একটি ‘ব্যাকলাইট ও যুক্ত রয়েছে। কোম্পানি জানিয়েছে, এবছরই বাজারে আসতে পারে টিভিটি

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!