ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের হলদিয়া, বঙ্গাইগাঁও, পারাদ্বীপ রিফাইনারি ডিভিশন জুনিয়রইঞ্জিনিয়ারিংঅ্যাসিস্ট্যান্ট -IV' পদে ২০০ জন লোক নিচেছ ।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট IV প্রোডাকশন, জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট IV পি অ্যান্ড ইউ, জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট IV ইলেক্ট্রিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট IV মেকানিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট IV ইন্সট্রুমেন্টেশন, জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট , জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট IV ফায়ার এন্ড সেফটি ।
উপরের সব পোদের বেলায় বয়স হতে হবে ২০/৩/২৩ হিসাবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর বয়সের ছাড় পাবেন ।
দরখাস্ত করার পদ্ধতি ?
প্রার্থী বাছাই হবে কম্পিউটার টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে সেপ্টেম্বরে। এই পরীক্ষায় সফল হলে মোট শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে স্কিল টেস্ট বা, ট্রেড টেস্টের জন্য ডাকা হবে।
দরখাস্ত করবেন অনলাইনে, ২২ জুলাই থেকে ২১ আগস্টের মধ্যে। এই ওয়েবসাইটে : www.iocl.com এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন।