কেনো তামিলনাড়ুতে চুরি হয়ে গেলো ৫০০ বছরের পুরনো ব্রঞ্জ মূর্তি? কারা দায়ী এই কাজের জন্য।

Evolve2bangla
By -
0


তামিলনাড়ুর একটি মন্দির থেকে চুরি হয়ে যাওয়া এক সাধুর ৫০০ বছরের পুরনো ব্রঞ্জ মূর্তি ভারতে ফিরিয়ে দিতে সম্মত হল যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়', যা সাংস্কৃতিক নিদর্শন প্রত্যাবর্তনের চলমান প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসাবে চিহ্নিত হবে। সাধু তিরুমানকাই আলভার’এর চিত্রিত ৬০ সেন্টিমিটার লম্বা ওই ব্রাঞ্জের মূর্তিটি তামিলনাড়ুর মন্দির থেকে চুরি হয়ে যায় বলে মনে করা হয়, যা ১৯৬৭ সালে সদবি'র নিলাম থেকে কেনে ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়’এর ‘অ্যাশমোলিয়ান জাদুঘর'। ২০২৩ সালের নভেম্বরে একজন স্বাধীন গবেষক ওই প্রাচীন মূর্তিটির উৎপত্তি সম্পর্কে জাদুঘর কর্তৃপক্ষকে জানান। তারপর থেকেই মূর্তিটিকে দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ ভারতের ১২ জন আলভার সাধুর মধ্যে একজন হলেন তিরুমানকাই ।

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!