শুরু হলো এয়ারফোর্সে ১৮২ ক্লার্ক নিয়োগ।

Evolve2bangla
By -
0

 


কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় বিমানবাহিনীর বিভিন্ন স্টেশন / ইউনিটে কাজের জন্য ‘লোয়ার ডিভিশন ক্লার্ক’, ‘সিভিলিয়ন মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার', ‘হিন্দি টাইপিস্ট’ পদে ১৮২জন লোক নিচ্ছে। 


কারা কোন পদের জন্য যোগ্য :


লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) : উচ্চমাধ্যমিক পাশরা কম্পিউটারে ইংরিজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫টি বা, ম্যানুয়াল টাইপরাইটারে অন্তত ৩০টি (অনুরূপভাবে ঘন্টায় অন্তত ১০,৫০০ কী ডিপ্রেশনে গতি থাকতে হবে) শব্দ তোলার গতি থাকলে যোগ্য।

সিভিলিয়ন মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (অর্ডিনারি গ্রেড) : মাধ্যমিক পাশরা ভারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে যোগ্য। গাড়ি চালানোর কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।



কোন কোন পদে শূন্য পদ আছে: 


১)HQ TRAINING COMMAND

2)HQ MAINTENANCE COMMAND 

3)HQ CENTRAL AIR COMMAND 

4)HQ EASTERN AIR COMMAND 

5) AIR FORCE CENTRAL ACCOUNT OFFICE,

 NEW DELHI 

6) AIRFORCE STATION RACE COURSE,NEW 

  DELHI

7) AIR FORCE RECORD OFFICE,SUBROTO PARK





নির্দিষ্ট বয়সসীমা: 

বয়স হতে হবে ১-১-২০২৪'র হিসাবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি. রা ৩ বছর বয়সে ছাড় পাবেন। 



কোন বিষয়ের উপর পরীক্ষা হবে:

প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে : (১) জেনারেল ইন্টেলিজেন্স, (২) নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউট, (৩) জেনারেল ইংলিশ, (৪) জেনারেল অ্যাওয়ারনেস। সফল হলে প্র্যাক্টিক্যাল টেস্ট / ফিজিক্যাল টেস্ট / ইন্টারভিউ।



কোন পদ্ধতিতে দরখাস্ত করবেন:

দরখাস্ত করবেন সাধারণ কাগজে, নির্দিষ্ট বয়ানে। তখন সঙ্গে দেবেন : (১) এখনকার তোলা ও স্ব-প্রত্যয়িত করা ২ কপি পাশপোর্ট মাপের ফটো (১ কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে ও আরেক কপি অ্যাকনলেজমেন্ট কার্ডে সেঁটে ও ২ কপি দরখাস্তের সঙ্গে গেঁথে), (২) নিজের নাম-ঠিকানা লেখা ও ১০ টাকার ডাকটিকিট সাঁটা একটি খাম, (৩) বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেটের প্রত্যয়িত নকল। দরখাস্ত-ভরা খামের ওপর লিখবেন "APPLICATION FOR THE POST OF ...... AND CATEGORY............. AGAINST ADVERTISEMENT NO. 01/2024', 




দরখাস্ত করার নির্দিষ্ট সময় সীমা: 


 পৌঁছনো চাই ১ সেপ্টেম্বরের মধ্যে। যিনি যে এয়ার ফোর্স স্টেশনের জন্য দরখাস্ত করবেন, সেই ঠিকানায় দরখাস্ত পাঠাতে হবে।



দরখাস্ত পাঠানোর ঠিকানা :

HQ WESTERN AIR COMMAND, NEW DELHI.








Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!