বিনা খরচে সিভিল সার্ভিস পরীক্ষার ট্রেনিং দিচ্ছে সরকার।

Evolve2bangla
By -
0

 




পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীন সংস্থা ‘পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম'রাজ্যের সংখ্যালঘু যুবক-যুবতীদের জন্য ‘সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিমূলক প্রশিক্ষণ’দিচ্ছে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু  সম্প্রদায়ের ছেলেমেয়েরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন।


বয়স সীমা ও শিক্ষাগত যোগ্যতা?


যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা ২২ থেকে ৩৪ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। তবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কিংবা ডিগ্রি কোর্সের যে কোনো একটিতে অন্তত ৬০% নম্বর পেয়ে থাকতে হবে।


কোথায় এবং কত দিনের ট্রেনিং হবে? 


এক বছরের আবাসিক কোর্সের ট্রেনিং হবে মুর্শিদাবাদ জেলায়। 

পার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।


দরখাস্ত করবেন 8th সেপ্টেম্বরের মধ্যে নিচের এই  ওয়েবসাইটে : APPLY NOW

Tags:

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!