ও.বি.সি. সার্টিফিকেট সংক্রান্ত মামলা আবার পিছিয়ে গেল। পরবর্তী শুনানি হবে আগামী বছর ৭ জানুয়ারি। ৯ ডিসেম্বর ও.বি.সি. সার্টিফিকেট সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল। যথারীতি সুপ্রিম কোর্টে বেলা ২টোর সময় মামলাটি ওঠে। রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কপিল সিবাল সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন, ২০১০ সালের পর ইস্যু করা প্রায় ১২ লাখ ও.বি.সি. সার্টিফিকেট কলকাতা হাই কোর্টের রায়ে বাতিল করা হয়েছে। এর ফলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভরতির ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ও.বি.সি. সংরক্ষণ থেকে বঞ্চিত ।
সার্টিফিকেট বাতিলের জন্য রাজ্য সরকারের অনেক চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোচ্ছে না, কিংবা পরীক্ষা নিতে পারছে না সরকার। তাই বিষয়টি বিবেচনা করে দেখা উচিত । সুপ্রিম কোর্ট মৌখিকভাবে জানায়, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যাবে না। ৭৭টি সম্প্রদায়ের বেশিরভাগই মুসলিম ধর্মের অন্তর্গত আইনজীবী কবিল সিবাল স্পষ্ট করেন, সংরক্ষণ ধর্মের ভিত্তিতে নয়, অনগ্রসর সম্প্রদায়ের ভিত্তিতে দেওয়া হয়েছিল ।
সুপ্রিম কোর্টের বিচারপতি রি আর গভাই ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্দেশ দেয়, ৭ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।