জনপ্রিয় অনলাইন ট্র্যাভেল এজেন্সি 'Booking.com'র তরফ থেকে, ভারতের সবথেকে স্বাগত অঞ্চল ও শহরগুলিকে নিয়ে এবছর ১২ তম ‘বার্ষিক ভ্রমণকারী পর্যালোচনা পুরস্কার'এর ঘোষণা করা হয়েছে। এবছর এই তালিকায় ভারতের সবথেকে স্বাগত অঞ্চলের শিরোপা পেয়েছে হিমাচল প্রদেশ। এরপর রয়েছে গোয়া, কেরল, রাজস্থান ও উত্তরাখণ্ড। অন্যদিকে, ভারতের শীর্ষ ৫টি সর্বাধিক স্বাগত শহরের তালিকায় রয়েছে কেরলের মারারিকুলাম, রাজস্থানের জয়সলমের, মহারাষ্ট্রের বীর, জম্মু ও কাশ্মীরের লে আর হিমাচল প্রদেশের মানালি।