উত্তর-পূর্ব ভারতের প্রথম রাজ্য তথা দেশের দশম রাজ্য হিসাবে, ১০০% বাড়িতে ট্যাপ কলের জলের সংযোগ দিয়ে নজির গড়ল অরুণাচল প্রদেশ। ‘জল জীবন মিশন’এর আওতায় এই নজির গড়া হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এই তথ্য জানিয়েছেন। সেইসঙ্গে গোয়া, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা ও নগর হাভেলি আর দমন ও দিউ, হরিয়ানা, তেলেঙ্গানা, পুদুচেরি, গুজরাত, পঞ্জাব ও হিমাচল প্রদেশের সঙ্গে একই এলিট গ্রুপে যোগ দিল অরুণাচল প্রদেশ, যাদের প্রতিটি বাড়িতে ট্যাপ কলের সংযোগ রয়েছে।
