ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানারা ব্যাঙ্ক, সিন্ধ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও সেন্ট্রাল ব্যাঙ্ক প্রবেশনারি অফিসার ও ম্যানেজমেন্ট পদে ৫০০০ জন ছেলেমেয়ে নিচ্ছে। নেওয়া হবে পঞ্চদশ পর্যায়ের কমন রিটেন এক্সামিনেশন এর ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (আই.বি.পি.এস )এর মাধ্যমে। যেকোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদনযোগ্য।
প্রার্থী বাছাই হবে অনলাইন (প্রিলিমিনারি ও মেন )পরীক্ষার মাধ্যমে। প্রিলিমিনারি পরীক্ষার অবজেক্টিভ টাইপের পার্টে ১০০ নম্বরের ১ ঘন্টার প্রশ্ন হবে এইসব বিষয়ে ১) ইংরেজি ল্যাঙ্গুয়েজ-৩০ নম্বর ২) কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড-৩৫ নম্বর ৩) রিজনিং অ্যাবিলিটি -৩৫ নম্বর। এরপর অনলাইনে মেন পরীক্ষা, এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের ২০০ নম্বরের ১৪৫ টি প্রশ্ন হবে। মেন পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে পারবে সেপ্টেম্বর অক্টোবরে। সবশেষে থাকবে ইন্টারভিউ।
দরখাস্ত করতে হবে ২১শে জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটে: www.ibps.in । দরখাস্ত করার আগে বৈধ একটি ইমেইল আইডি থাকতে হবে।
