সাউথ ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেড ‘গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস’ ও ‘টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস' হিসাবে ১,৫৫৩ জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য :
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস : নেওয়া হবে এইসব ট্রেডে : মাইনিং ইঞ্জিনিয়ারিং/মাইনিং ও মাইন সার্ভেয়িং, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, সিভিল। ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য। স্টাইপেন্ড মাসে ৮,০০০ টাকা। শূন্যপদ : ১০০০ টি ।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস : নেওয়া হবে এইসব ট্রেডে : মাইনিং, ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট শাখার গ্র্যাজুয়েটরা যোগ্য। বি.বি.এ., বি.সি.এ, বি.কম, বি.এসসি (কেমিস্ট্রি) কোর্স পাশরাও সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য।
স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা । শূন্যপদ : ৫০০ টি ।
ওপরের দুই ক্ষেত্রেই বয়স হতে হবে ১৪-৭-২০২৫ এর হিসাবে ন্যূনতম ১৮ বছর। কোনো অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকলে যোগ্য নন। শুরুতে ১২ মাসের ট্রেনিং। এই পদের বিজ্ঞপ্তি নং : SECL/BSP / HRD/NATS/Apprentice / 25-26/365 Date:
14-07-2025.
প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখে।আগ্রহী প্রার্থীদের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে ২৮ জুলাইয়ের মধ্যে। এই ওয়েবসাইটে : https://nats.education.gov.in আরো বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে www.secl-cil.in
