→ আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হল দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ 'আর্নালা'। এটি ৮টি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্র্যাফট'এর মধ্যে প্রথম, যা পুরোপুরি দেশে তৈরি হয়েছে। জাহাজটি তৈরি করেছে কলকাতার ‘গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স'। ভারতের সমুদ্র ঐতিহ্যকে সম্মান জানাতে এই যুদ্ধজাহাজের নামকরণ করা হয়েছে 'আর্নালা'র নামে, যা মহারাষ্ট্রের বাসাই উপকূলে অবস্থিত এক ঐতিহাসিক কেল্লা । জলতলের নজরদারি, উদ্ধার অভিযান আর লো ইন্টেনসিটি মেরিটাইম অপারেশনের জন্য তৈরি হয়েছে ৭৭ মিটার লম্বা এই যুদ্ধজাহাজটি। উপকূলীয় অঞ্চলে সাবমেরিন মোকাবিলা আর মাইন পেতে রাখার ক্ষমতা রয়েছে এটির। ফলে ভারতের উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে এই যুদ্ধজাহাজ।
তৈরি হলো খুব মজবুত এক জাহাজ 'আর্নালা'।প্রথম অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট (ASW SWC)
জুলাই ২৪, ২০২৫
0
Tags:
