পশ্চিমবঙ্গ সরকারের অধীন পশ্চিমবঙ্গ তপশিলী জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণি উন্নয়ন ও বিত্ত নিগম রাজ্যের তপশিলী জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছেলেমেয়েদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার জন্য নিখরচায় কারিগরি আবাসিক ট্রেনিং দিচ্ছে। এই প্রকল্প রূপায়নে আছে সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার। আবাসিক ট্রেনিং দেওয়া হবে এই ৩টি কোর্সে : (১) Assistant Operator - CNC Turning, (2) Assistant Operator - CNC Milling, (৩) Jr. Technician Welding. সব ক'টি কোর্স NCVET অনুমোদিত ও NSQF স্বীকৃত।
সব ট্রেডের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক পাশ। মেয়াদ : ৬ মাস। বয়স হতে হবে ন্যূনতম ১৬ বছর। পারিবারিক বার্ষিক আয় হতে হবে সর্বাধিক ৩ লাখ টাকা । ট্রেনিং দেওয়া হবে উত্তর ২৪ পরগনার এই কেন্দ্রে : MSME Technology Centre - Kolkata (Central Tool Room and Training Centre), Bonhooghly Industrial Area, Kolkata – 700108, Baranagar. ভরতির জন্য আবেদনপত্র নিখরচায় এই কেন্দ্রে পাওয়া যাবে। এছাড়াও অনলাইনে সরাসরি আবেদন করতে পারেন এই ওয়েবসাইটে :www.msmetoolroomkolkata.com
