এই প্রকল্পের মাধ্যমে দেশের ১ কোটি বাড়িতে বিনামূল্যে প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে। এজন্য বিনিয়োগ করা হবে ৭৫ হাজার কোটি টাকার বেশি। এই প্রকল্পের মাধ্যমে গরিব ও মধ্যবিত্ত পরিবারের আয় বাড়বে, কমরে বিদ্যুতের বিলের বোঝা ও হবে কর্মসংস্থানও। এই প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভরতুকির টাকা পৌঁছে যাবে। প্রকল্পটিতে নাম নথিভুক্ত করতে https:// pmsuryaghar.gov.in পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যেমন : রাজ্য, আবেদনকারী কোন বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহক, কনজিউমার নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি দিতে হবে। এরপর বিদ্যুৎ সংযোগের কনজিউমার নম্বর ও মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। তারপরই আবেদন করতে হবে।
‘প্রধানমন্ত্রী সূর্য ঘর : মুফত বিজলি যোজনা' চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জুলাই ৩১, ২০২৫
0
Tags:
