নিজেদের তৈরি এআই চ্যাটবট মডেল ‘বার্ড’এর নাম বদল করে ‘জেমিনি’ রাখল 'গুগল'। এছাড়া, উন্নত এআই ক্ষমতাসম্পন্ন চ্যাটবটটির পেইড ভার্শন বের করার পাশাপাশি অ্যান্ড্রয়েডের জন্য একটি নির্দিষ্ট ‘জেমিনি' অ্যাপ চালু করেছে গুগল। গুগল সিদ্ধান্ত নিয়েছে, বার্ড ও জেমিনি (গুগলের আরেক চ্যাটবট) এবার থেকে একত্রিত হয়েই কাজ করবে। ২০২৩ সালের শেষের দিকে চ্যাটবট ‘জেমিনি’চালু করা হয়েছিল । জেমিনি অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করলে তা মূলত ব্যবহারকারীর ডিভাইসের গুগল অ্যাসিস্ট্যান্টের বদলে ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে। তাই এখন থেকে হোম বাটন লং প্রেস করলে বা, 'হ্যালো গুগল' বলে কমান্ড করলে গুগল অ্যাসিস্ট্যান্টের বদলে জেমিনি চালু হবে। গুগল বার্ড ছিল ফ্রি, জেমিনি প্রো মডেল ব্যবহার করা হত এই চ্যাটবটে। বিনামূল্যে নানা এআই পরিষেবা পাওয়া যেত। কিন্তু এবার থেকে তা পাওয়া যাবে না। কারণ, গুগল জেমিনি হল অ্যাডভান্স জেনারেটিভ এআই মডেল, যা ব্যবহার করার জন্য টাকা খরচ করতে হবে ব্যবহারকারীদের।
6/related/default
