'ব্র্যান্ড ফিনান্স'এর বিচারে, ভারতের সবথেকে শক্তিশালী ব্র্যান্ডের তকমা পেল 'জিও'। 'ব্র্যান্ড ফিনান্স'এর প্রতিবেদনে 'জিও'কে ভারতসেরা ব্র্যান্ড হিসাবে উল্লেখ করা হয়েছে। এমনকি, এলআইসি ও এসবিআই'এর মতো সংস্থার থেকেও এগিয়ে রয়েছে মুকেশ আম্বানির সংস্থা। 'ব্র্যান্ড ফিনান্স'এর ২০২৩ সালের র্যাঙ্কিংয়েও শীর্ষে ছিল জিও। তবে, বিশ্বের সবথেকে শক্তিশালী ব্র্যান্ডের তালিকায় জিও'র স্থান ১৭ নম্বরে। জিও কোম্পানির ব্র্যান্ড শক্তি সূচক ৮৮.৯। জিও'র থেকে এগিয়ে রয়েছে গুগল, উইচ্যাট, ডেলয়েট, কোকাকোলা, ইউটিউব, নেটফ্লিক্স।
6/related/default
