বিশ্বের প্রথম দেশ হিসাবে ১০ গিগাবিট নেটওয়ার্ক চালু করল চিন। দেশটির তথ্যপ্রযুক্তি সংস্থা ‘হুয়াই’ আর ‘চায়না ইউনিকম’এর যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু করল চিন। দেশটির হেবেই প্রদেশের সুনান কাউন্টিতে এই দ্রুততম ১০জি নেটওয়ার্ক চালু করা হয়েছে। এই প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে ১০ গিগাবিট তথ্য আদানপ্রদান সম্ভব। এই নেটওয়ার্কটির গতিবেগ প্রতি সেকেন্ডে ৯,৮৩৪ মেগাবিট আর ফাইল আপলোডের গতি প্রায় ১,০০৮ মেগাবিট আর এর ‘নেটওয়ার্ক ল্যাটেন্সি’৩ মিলিসেকেন্ডে নামিয়ে আনা হয়েছে। ১ জিবিপিএস সংযোগে একটি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র (প্রায় ২০ জিবি আকারের) ডাউনলোড করতে সাধারণত ৭-১০ মিনিট সময় লাগে। কিন্তু এই নতুন ১০জি ব্রডব্যান্ড নেটওয়ার্কের মাধ্যমে একই চলচ্চিত্র ২০ সেকেন্ডেরও কম সময়ে ডাউনলোড করা যাবে বলে দাবি করা হয়েছে।
এই প্রথমবার '১০ গিগাবাইট স্পিড' নেটওয়ার্ক চালু করে সবাইকে অবাক করে দিল চীন।
জুলাই ১৯, ২০২৫
0
Tags:
