নয়াদিল্লিতে ভারতের প্রথম দু'টি জিনোম -এডিটেড ধানের জাত উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিশ্বের প্রথম দেশ হিসাবেও এই কৃতিত্ব অর্জন করল ভারত। ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাগ্রিকালচারাল রিসার্চ’এর উদ্ভাবন করা এই ধানের জাত দু'টির নাম হল - 'ডিআরআর রাইস ১০০ (কমলা)' আর 'পুসা ডিএসটি রাইস ১’। এই ধানের জাতগুলি 'ক্লাস্টার্ড রেগুলারলি ইন্টারস্পেসড শর্ট প্যালিনড্রোমিক রিপিটস-সিআরআই এসপিআর অ্যাসোসিয়েটেড প্রোটিন'এর ওপর ভিত্তি করে জিনোম এডিটিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই প্রযুক্তি কোনো বিদেশি ডিএনএ যোগ না করেই ধানের জিনগত উপাদানে সুনির্দিষ্ট পরিবর্তন আনতে সাহায্য করে। এই নতুন ধানের জাতগুলি ভারতে ধানের উৎপাদন ২৫%-৩০% বাড়িয়ে তুলবে আর গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। 'কমলা' জাতটি জনপ্রিয় সাম্বা মাসুরি'র জিন এডিটিং করে তৈরি করা হয়েছে। এই নতুন উদ্ভাবিত জাতটিতে প্রতি শিষে বেশি ধান থাকবে আর তা তাড়াতাড়ি পাকবে। অন্যদিকে, জনপ্রিয় 'কটনডোরা সান্নালু’ জাতের জিন এডিটিং করে ‘পুসা' জাতটি তৈরি করা হয়েছে এটি বেশি উৎপাদনশীল আর লবণাক্ত ও ক্ষারীয় মাটিতে চাষ করা যায়। ‘সাম্বা মাসুরি’আর ‘কটনডোরা সান্নালু' ধানের জাত এখন প্রায় ৯০ লাখ হেক্টর জমিতে চাষ করা হয় ।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ধানের ২টি নতুন জাত উদ্বোধন করলেন। এবার এই নতুন উদ্ভাবিত জাতটিতে প্রতি শিষে বেশি ধান থাকবে।
আগস্ট ০৪, ২০২৫
0
Tags:
