ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস হিসাবে ১,৫০০ জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-৭-২০২৫ এর হিসাবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে।১ বছরের ট্রেনিং। তখন স্টাইপেন্ড মাসে রুরাল / সেমি আরবান-এর বেলায় ১২,০০০ টাকা, মেট্রো / আরবান এলাকার বেলায় ১৫,০০০ টাকা। যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে, লিখতে ও বলতে পারা দরকার।
কোন রাজ্যে ক'টি সীট আছে শূন্যপদ : পশ্চিমবঙ্গ ১৫২টি, আন্ধ্রা প্রদেশ ৮২টি, অরুণাচল প্রদেশ ১টি, অসম ২৯টি, বিহার, ৭৬টি, চন্ডীগড় ২টি, ছত্তিশগড় ১৭টি, গোয়া ২টি, গুজরাট ৩৫টি, হরিয়ানা ৩৭টি, হিমাচল প্রদেশ ৬টি, জম্মু ও কাশ্মীর ৩টি, ঝাড়খন্ড ৪২টি, কর্ণাটক ৪২, কেরল ৪৪, মধ্য প্রদেশ ৫৯, মহারাষ্ট্র ৬৮, মণিপুর ২টি, মেঘালয় ১টি, নাগাল্যান্ড ২টি, দিল্লি (এন.সি.টি.) ৩৮টি,ওড়িশা ৫০টি, পদুচেরি ৯টি, পঞ্জাব ৫৪, রাজস্থান ৩৭, তামিলনাড়ু ২৭৭, তেলেঙ্গানা ৪২, ত্রিপুরা ১টি, উত্তর প্রদেশ ২৭৭, উত্তরাখন্ড ১৩।
প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। ১ ঘন্টার পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে : (১) রিজনিং অ্যাপ্টিটিউড-১৫ নম্বরের ১৫টি প্রশ্ন, (২) কম্পিউটার নলেজ - ১০ নম্বরের ১০টি প্রশ্ন, (৩) ইংলিশ ল্যাঙ্গোয়েজ - ২৫ নম্বরের ২৫টি প্রশ্ন, (৪) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড-২৫ নম্বরের ২৫টি প্রশ্ন, (৫) জেনারেল অ্যাওয়ারনেস (ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি-সহ) - ২৫ নম্বরের ২৫টি প্রশ্ন । সময় থাকবে ৬০ মিনিট। নেগেটিভ মার্কিং আছে। ৪টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে।
লিখিত পরীক্ষায় সফল হলে স্থানীয় ভাষার পরীক্ষা, ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষা। এরপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে।দরখাস্ত করবেন অনলাইনে, ৭ আগস্ট পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.indianbank.in, https://www.nats.education.gov.in
