শরৎ আকাশে মেঘের খেলা
কাশ ফোটে নদী চরে,
বছর পরে মা আসছেন --
বাঙালির ঘরে ঘরে।
পটুয়া পাড়ায় রঙ ধরেছে
শিল্পীর তুলিটিতে,
ঢাকের বাদ্দি বাজিছে মাদল
সানাইয়ের সংগীতে ।
ফুটেছে পদ্ম খালে-বিলে ওই
প্রজাপতি মেলে ডানা,
নদী ভরা জলে দাঁড় বেয়ে চলে
মাঝিদের তরীখানা ।
মন মেলেছে সাজিয়ানা আজ
পোশাকের কেনাকাটা,
নতুন সাজে উঠবে মেতে ---
তাই আনন্দের ঘনঘটা।
থিমের পুজোয় মেতেছে সবাই
প্রতিমা ও প্যান্ডেলে,
যদিও মায়ের সম্ভ্রম ধুলায় লুটায়
আছে অসুরেরা
হেসেখেলে।
অসুর নিধনকারীনি তুমি মা
ঘোচাও এ পাপাচার,
যেন এমনতর মনিপুর কোথাও
হয় না পুনর্বার।
