ভারতের বাজারে নিজেদের প্রথম বৈদ্যুতিক গাড়ি চালু করল 'রোলস রয়েস'। এই নতুন রোলস রয়েস গাড়িটির নাম 'স্পেকটার’। এটির দাম রাখা হয়েছে ৭.৫ কোটি টাকা ।রোলস রয়েস স্পেকটারে রয়েছে বড় আকারের ১০২ কিলোওয়াট আওয়ার-এর ব্যাটারি প্যাক। একবার সম্পূর্ণ চার্জ দিলে সেটি ৫৩০ কিলোমিটার ছুটতে পারবে। ভারতে খুব কম গাড়িতেই এরকম শক্তিশালী ব্যাটারি প্যাক রয়েছে। মাত্র ৩৪ মিনিটে ১০% থেকে ৮০% চার্জ হয়ে যাবে স্পেকটার। ফাস্ট চার্জারের মাধ্যমে গাড়ি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৯৫ মিনিট। এই গাড়িটিতে রয়েছে ২টি ইলেক্ট্রিক মোটর। প্রত্যেকটি ৫৮৫ হর্সপাওয়ার শক্তি ও ৯০০ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। গাড়িটির ওজন ২.৮৯০ কেজি। এত ভারি হওয়া সত্ত্বেও ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি স্পর্শ করতে সময় নেয় ৪.৫ সেকেন্ড।
ভারতের বাজারে এসেগেছে ‘রোলস রয়েস'(Rolls-Royce Motor Cars) এর জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ি।
সেপ্টেম্বর ১২, ২০২৫
0
Tags:
