শ্রীলঙ্কা ও মরিশাসে ভারতের ইউপিআই পরিষেবা চালু হল । পাশাপাশি, মরিশাসে চালু হল ভারতীয় রুপে কার্ড। এদিন, ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে এই পরিষেবা চালু করা হয়। ইউপিআই চালু হওয়ার পর শ্রীলঙ্কায় প্রথম লেনদেন করেন এক ভারতীয়। এর ফলে, শ্রীলঙ্কা) ও মরিশাসে ভ্রমণকারী ভারতীয় পর্যটকদের পাশাপাশি ভারতে আসা মরিশাসের নাগরিকদের জন্য ইউপিআই পরিষেবা পাওয়া যাবে। 'ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া'র মাধ্যমে তৈরি এই ইউপিআই পরিষেবাগুলি মোবাইল ফোনের মাধ্যমে এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাঙ্কে, তাৎক্ষণিক লেনদেনের সুবিধা প্রদানের জন্য তৈরি করা হয়েছে। অন্যদিকে, রুপে কার্ড বিশ্বব্যাপী স্বীকৃত একটি কার্ড, যার মাধ্যমে এটিএম ও অনলাইন লেনদেন গ্রহণযোগ্য।
আর্থিক লেনদেন আরো দ্রুততরো করতে শ্রীলঙ্কা ও মরিশাসে চালু করলো ভারতের ইউপিআই পদ্ধতি।
সেপ্টেম্বর ১৯, ২০২৫
0
Tags:
