পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন রাজ্যের সরকার পোষিত স্কুলে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে ৮,৪৭৭ জন ছেলেমেয়ে নিচ্ছে।
২৯ আগস্ট স্কুল সার্ভিস কমিশন (Memo No. 1644 / CSSC / Estt/2025) এক বিজ্ঞপ্তিতে জানায়, এই দুই পদে নিয়োগের জন্য দরখাস্ত নেওয়া হবে। ৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, পরীক্ষা ফী ও নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য ৩১ আগস্টওয়েবসাইটে বেরোনোর কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি। খুব শিগগিরই তা বের করবে স্কুল সার্ভিস কমিশন। সব কিছু ঠিক থাকলে, ১৬ সেপ্টেম্বর থেকেই অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে। বিস্তারিত জানতে পারবেন এই ওয়ে বাসইটে : www.westbengalssc.com ।
কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স দরকার:
গ্রুপ-ডি: ক্লাস এইট পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে।
ক্লার্ক: মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে।
২৯ আগস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী দরখাস্ত করবেন অনলাইনে। নেওয়া হবে ১৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.westbengalssc.com এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে। প্রথমে পাশপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার ১০-৩০ কে.বি.'র মধ্যে স্ক্যান করে নেবেন।
