রাজ্য স্বাস্থ্য দফতরে চাকুরী ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ‘ড্রাগ অ্যানালিস্ট' ও ‘সাপোর্ট স্টাফ (ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট)' পদে ২০ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য : ড্রাগ অ্যানালিস্ট (জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট) : কেমিস্ট্রির বি.এসসি. অনার্স কোর্স পাশরা যোগ্য। ফার্মাসির ডিগ্রি (বি.ফার্মা) কিংবা ফার্মাসি / ফার্মাসিউটিক্যাল টেকনোলজির বি.টেক. কোর্স পাশরাও যোগ্য। ওষুধ প্রস্তুতকারক সংস্থা বা, ড্রাগস টেস্টিং সংক্রান্ত কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কেমিস্ট্রির মাস্টার ডিগ্রি কিংবা ফার্মাসির এম.টেক. কোর্স পাশ হলে ভালো হয়। বয়স হতে হবে ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ২৮,৯০০ টাকা। শূন্যপদ : ১০টি (জেনাঃ ৪, ই.ডব্লু.এস. ১, ও.বি.সি.-বি ক্যাটেগরি ১, ও.বি.সি.-এ ক্যাটেগরি ১, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)।
সাপোর্ট স্টাফ (ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট) : কেমিস্ট্রি /বটানি / জুলজির বি.এসসি. কোর্স পাশরা যোগ্য। ফার্মাসির ডিগ্রি কোর্স পাশরাও যোগ্য। কোনো ওষুধ প্রস্তুতকারক সংস্থায় টেস্টিং বা, ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ২৪,৭০০ টাকা। শূন্যপদ : ১০টি (জেনাঃ ৪, ই.ডব্লু.এস. ১, ও.বি.সি.-এ ক্যাটেগরি ১, ও.বি.সি.-বি ক্যাটেগরি ১, তঃজাঃ ২. তঃউঃজাঃ ১)।
দুই ক্ষেত্রেই প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখে। ড্রাগ অ্যানালিস্ট পদের বেলায় গ্র্যাজুয়েট যোগ্যতায় ৫০ নম্বর, মাস্টার ডিগ্রির জন্য ১৫ নম্বর, অভিজ্ঞতার জন্য ২০ নম্বর আর ইন্টারভিউয়ে ১৫ নম্বর। সাপোর্ট স্টাফ পদের বেলায় গ্র্যাজুয়েট যোগ্যতায় ৭৫ নম্বর, অভিজ্ঞতার জন্য ১০ নম্বর আর ইন্টারভিউয়ে ১০ নম্বর থাকবে।
দরখাস্ত করবেন অনলাইনে, ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.wbhealth.gov.in তখন পরীক্ষা ফী বাবদ ১০০ (সংরক্ষিত ক্যাটেগরি হলে ৫০) টাকা অনলাইনে দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
