ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড ‘প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-১' পদে ২০ জন লোক নিচেছ। কারা কোন পদের জন্য যোগ্য ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, কমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রমেন্টেশন, ইন্সট্রমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স (বি.ই. বা, বি.টেক.) পাশরা মোট অন্তত ৫৫% (তপশিলী, প্রতিবন্ধী হলে পাশ নম্বর পেয়ে থাকলে) নম্বর পেয়ে থাকলে যোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের পোস্ট- কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ১-৮- 2025’এর হিসাবে ৩২ বছরের মধ্যে। ৪ বছরের চুক্তিতে কাজ করতে হবে। পারিশ্রমিক প্রথম বছর মাসে ৪০,০০০ টাকা, দ্বিতীয় বছর মাসে ৪৫,০০০ টাকা, তৃতীয় বছর মাসে ৫০,০০০ টাকা, চতুর্থ বছর মাসে ৫৫,০০০ টাকা। শূন্যপদ : ২০টি (জেনাঃ ১০, ওবিসি ৪, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস. ২)। এই পদের বিজ্ঞপ্তিনং : 383 /HR/REC / NS (S&CS) / 2025 / PRE- 1, Date: 20-08-2025.
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ৮৫ নম্বরের পরীক্ষায় সফল হলে মোট শূন্যপদের ৫ গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় ৩৫% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৩০%) নম্বর পেলে সফল হবেন। দরখাস্ত করবেন অনলাইনে, ১৩ সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : https://jobapply.in/bel2025bngpe এজন্য বৈধ ই-মেল আই.ডি. থাকতে হবে।
