ভারতীয় জীবন বিমা নিগম অ্যাসিস্ট্যান্ট এডমিনিস্ট্রেটিভ অফিসার (জেনারেলিস্ট) পদে ৩৫০ জন ছেলেমেয়ে নিচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:
যে কোন শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।
বয়স :
বয়স হতে হবে ১/৮/২৫ হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে অর্থাৎ, জন্ম-তারিখ হতে হবে ২-৮-১৯৯৫ থেকে ১-৮-২০০৪ এর মধ্যে। ও.বি.সি. সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর, তপশিলীরা ৫ বছর আর দৈহিক প্রতিবন্ধীরা ১০ (তপশিলী হলে ১৫, ও.বি.সি. হলে ১৩) বছর, জীবনবিমায় কর্মরতরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে : ৮৮,৬৩৫ টাকা। শুরুতে মোট মাইনে মাসে প্রায় ১,২৬,০০০ টাকা। এছাড়াও অন্যান্য ভাতা পাবেন।
শূন্যপদ :
৩৫০টি , এর মধ্যে অস্থিসংক্রান্ত প্রতিবন্ধী ৪, দৃষ্টিহীন প্রতিবন্ধী ৪, বধির ৩। মোট শূন্যপদের মধ্যে ব্যাকলগ শূন্যপদ ৯টি। শুরুতে ১ বছরের প্রবেশন, যা ২ বছর পর্যন্ত বাড়তে পারে।
প্রার্থী বাছাই পদ্ধতি :
প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে ৩ অক্টোবর। সফল হলে মেন পরীক্ষা হবে ৮ নভেম্বর। পরীক্ষা হবে কলকাতা / গ্রেটার কলকাতা, আগরতলা, জিরানিয়া, গ্যাংটক, ভুবনেশ্বর, আইজল, শিলং, পটনা, জোড়হাট, শিলচর, গুয়াহাটি, ডিব্ৰুগড়।
প্রিলিমিনারি পরীক্ষায় ৭০ নম্বরের ১০০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে (১) রিজনিং এবিলিটি-৩৫ নম্বরের ৩৫টি প্রশ্ন, (২) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড-৩৫ নম্বরের ৩৫টি প্রশ্ন, (৩) ইংলিশ ল্যাঙ্গোয়েজ-৩০ নম্বরের ৩০টি প্রশ্ন। সময় থাকবে ১ ঘন্টা ।
এরপর মেন পরীক্ষা হবে ৮ নভেম্বর। এই পরীক্ষায় ৩০০ নম্বরের ১২০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে, এই ৪টি বিষয়ে : (১) রিজনিং এবিলিটি – ৯০ নম্বরের ৩০টি প্রশ্ন, (২) ৬০ নম্বরের ৩০টি প্রশ্ন, জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স (৩) ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন – ৯০ নম্বরের ৩০টি প্রশ্ন, (৪) ইনসিওরেন্স অ্যান্ড ফিনান্সিয়াল মার্কেটিং অ্যাওয়ারনেস- ৬০ নম্বরের ৩০টি প্রশ্ন। সময় থাকবে ২ ঘন্টা।
এছাড়াও ৩০ মিনিটের ২৫ নম্বরের দু'টি প্রশ্নের উত্তর লিখতে হবে ইংরিজি ল্যাঙ্গোয়েজ (চিঠি লেখা ও প্রবন্ধ লেখা বিষয়ে)।অবজেক্টিভ টাইপের পার্টে নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য ৪ ভাগের ১ ভাগ নম্বর কাটা হবে। প্রতিটি পার্টে পাশ নম্বর পেতে হবে ও মোট কোয়ালিফাইং নম্বর পেলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূল সঙ্গে নিয়ে যাবেন। তপশিলীরা প্রি-এক্সামিনেশন ট্রেনিং নিতে পারবেন। এজন্য জীবনবিমা নিগমের ডিভিশনাল অফিসে নাম নথিভুক্ত করবেন।
দরখাস্ত করার পদ্ধতি :
দরখাস্ত করবেন অনলাইনে, ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইটে : http://www.licindia.in/careers.htm এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে।
