ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডের বেঙ্গালউরু শাখা ‘ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি’ও ‘টেকনিশিয়ান-সি' পদে ১৬২ জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য :
ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি : ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৫০%) নম্বর পেয়ে থাকলে যোগ্য। মূল মাইনে : ২৪,৫০০- ৯০,০০০ টাকা। শুরুতে ৬ মাসের ট্রেনিং। তখন স্টাইপেন্ড মাসে ২৪,০০০ টাকা । ট্রেনিংয়ে সফল হলে মূল মাইনে পাবেন। শূন্যপদ : ইলেক্ট্রনিক্সে ৪০টি, ইলেক্ট্রিক্যাল ৬টি, কম্পিউটার সায়েন্স -৫টি, মেকানিক্যাল ২৯টি।
টেকনিশিয়ান ‘সি’: ইলেক্ট্রনিক মেকানিক, মেশিনিস্ট, ইলেক্ট্রিশিয়ান বা, ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত ৬০% (তপশিলী, প্রতিবন্ধী হলে ৫০%) নম্বর পেয়ে থাকলে যোগ্য। মূল মাইনে : ২১,৫০০-৮২,০০০ টাকা। শূন্যপদ : ইলেক্ট্রনিক মেকানিক ৪৬টি, ফিটার ২৬টি, মেশিনিস্ট ৪টি, ইলেক্ট্রিশিয়ান ৬টি। ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে ১-১০-২০২৫'এর হিসাবে ২৮ বছরের মধ্যে ৷ তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.'রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন ।
এই পদের বিজ্ঞপ্তি নং : 383/HR/Non-Ex/25-26, Date: 15.10.2025. প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখে। এরপর লিখিত পরীক্ষা হবে নভেম্বরে। ১৫০ নম্বরের পরীক্ষায় থাকবে এইসব বিষয় : (ক) জেনারেল অ্যাপ্টিটিউড-৫০ নম্বর (জেনারেল মেন্টাল এবিলিটি, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল কমপ্রিহেনশন, বেসিক নিউমারেসি, ডাটা ইন্টারপ্রিটেশন, জেনারেল নলেজ)। (খ) টেকনিক্যাল অ্যাপ্টিটিউড - ১০০ নম্বর (সংশ্লিষ্ট শাখার ওপর)। কবে, কোথায় পরীক্ষা হবে তা পরে জানানো হবে। লিখিত পরীক্ষায় জেনারেল, ও.বি.সি.,ই.ডব্লু.এস. প্রার্থীদের বেলায় ৩৫% আর তপশিলী ও প্রতিবন্ধীদের বেলায় ৩০% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন। সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন ।
-
দরখাস্ত করবেন অনলাইনে, ৪ নভেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে : www.bel- india.in প্রথমে এই লিঙ্কে ক্লিক করে অনলাইনে দরখাস্ত করতে হবে : https:// jobapply.in/BEL2025BNGEATTech
এজন্য বৈধ ই-মেল আই.ডি. থাকতে হবে। এছাড়াও পরীক্ষা ফী বাবদ ৫৯০ টাকা অনলাইনে জমা দিতে হবে। তপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য ওই ওয়েবসাইটে পাবেন ।
