ভারতীয় রেলের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্স ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (সোশ্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরিজি) ও প্রাইমারি টিচার (কম্পিউটার) পদে ৭ জন লোক নিচ্ছে। পারিশ্রমিক ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদে ২৬,২৫০ টাকা ও প্রাইমারি টিচার পদে ২১,২৫০ টাকা। শিক্ষাগত যোগ্যতা দরকার এন.সি.টি.ই.'র নিয়মানুযায়ী। বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। চাকরি হবে চুক্তিতে। প্রার্থী বাছাইয়ের ইন্টারভিউ হবে ১০ নভেম্বর, বেলা সাড়ে ৯টায়। এই ঠিকানায় হিন্দি লাইব্রেরি, জি.এম. অফিস বিল্ডিং, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্স, চিত্তরঞ্জন। বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে : https://clw.indianrailways.gov.in.
চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্সে শিক্ষক-শিক্ষিকা ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
নভেম্বর ০৩, ২০২৫
0
Tags:
