শীতের আরাম লেপ-কম্বল
নলেন গুড়ের মোয়া
খুব সকালে খেজুর রসে
আলতো চুমুক দেওয়া,
শীত মানে গা শির শির
হিমেল ঠান্ডা হাওয়া
শীত মানে একটু বেলায়
গরম জলে নাওয়া,
শীত মানে পৌষ-পাব্বন
ফিঠে পুলি খাওয়া
পাহাড়, সাগর, সুন্দরবন আর
চিড়িয়াখানায় যাওয়া,
মিঠে রোদে শান্তি নিকেতন
কাটবে অলস বেলা
এই বঙ্গে শীত মানেই
আনোন্দের সংস্কৃতি মেলা
ডিসেম্বরের এই মেলাটি আসে
সংস্কৃতি প্রেমী আম-জনতা
আনন্দেতে ভাসে।
